Monday, July 2, 2007

একাত্তরের গনহত্যা: আসল নায়ক কে? (৩)

তিন)
বস্তুত শেখ মুজিব বলে নয়, জাতির পতৃত্ব অর্জন করতে হলে যে কোন ব্যাক্তির ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিক অবদান এবং ভুল-ভ্রান্তি ও দোষ-ত্রুটির চুলচেরা মূল্যায়ন দরকার। সেই মূল্যায়নের ভিত্তিতে একটা জাতীয় ঐকমত্য (National Concensus) প্রতিষ্ঠিত হলেই কেবল কেউ এরূপ মর্যদায় অভিষিক্ত হতে পারেন। এর বিপরীতে, দেশবাসীকে গালাগালি দিয়ে বা অন্য কোন উপায়ে ঐ মর্যাদা আরোপ করার চেষ্টা হিতে বিপরীত ফলই কেবল দিবে। শহীদ মিনারে কিংবা ডাকসুতে শেখ মুজিবের ছবি টাংগানোর পরিণতি এবং ঐ পরিণতির তাৎপর্য উপলদ্ধি করলে, সম্ভবত এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যার ব্যাখ্যার অবকাশ থাকে না।


link

No comments: