স্বাধীনতা: গণহত্যা: শেখ মুজিব
স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি আর গণতন্ত্র- এই তিন শাশ্বত আকাংক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ একাত্তরে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এ জাতির পিতৃত্বের দাবিদার কোন নেতার মূল্যায়নের জন্য এ তিনটি বিষয়ে তাঁর অবদান অবশ্যই পর্যালোচনার দাবী রাখে।
অতীত ঘটনাপ্রবাহ থেকে বিচ্ছিন্ন করে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটি যদি ১৯৭১ সালের সমতলে স্থাপন করে বিচার করা হয়, তাহলে, একথা অস্বীকার করার উপায় থাকে না যে, সমগ্র মুক্তিযুদ্ধে 'শেখ মুজিব' এই নামটির অসামান্য অবদান রয়েছে। গ্রেফতার বরণ নিয়ে নানা কথা উঠলেও তাঁর 'নাম' তথা তাঁর ভাবমূর্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রেরণা হিশাবে কাজ করেছে। কিন্তু তার পাশাপাশি ব্যাক্তি শেখ মুজিবের ভূমিকা কিন্তু এখন পর্যন্ত প্রশ্নের উর্ধ্বে উঠতে পারেনি। কেন পারেনি? কারন ঘটনাপ্রবাহের বাঁকে বাঁকে যে অসংগতি ও স্ববিরোধীতা স্বয়ং শেখ মুজিব তৈরি করে রেখেছেন তার গ্রন্থী উন্মোচিত হয়নি।
link
Wednesday, July 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment