Monday, July 2, 2007

একাত্তরের গনহত্যা: আসল নায়ক কে? (২)

দুই)
মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন জাতীয় নেতা। মানুষ হিশাবে, নেতা হিশাবে তাঁর ব্যাক্তিত্বে যেমন বহুগুনের সমাহার ঘটেছে, তেমনি তিনি দোষ-ত্রুটিরও একেবারে উর্ধ্বে ছিলেন, তা নয়। দোষে-গুণেই মানুষ। এহেন বিরল ব্যাক্তিত্বের যেটুকু মর্যাদা পাওনা, ইচ্ছা করলেই তা থেকে তাঁকে বঞ্চিত করা যাবে না। আবার যা পাওনা নয়, জোর করে তা আরোপ করাও সম্ভব হবে না। ইতিহাসের নির্মম স্বীকৃতির পরিবর্তে গোটা জাতিকে জারজ সন্তান বানিয়ে পিতৃত্বের আসন দেয়ার চেষ্টার মধ্যে কি গৌরব থাকতে পারে, তা বুঝা সত্যিই মুস্কিল।


link

No comments: