Tuesday, July 3, 2007

একাত্তরের গণহত্যা: আসল নায়ক কে? (৪)

চার)
অবশ্য এর পরেও বলতে হয়, পিতৃত্বের প্রশ্নটা যখন এসেই গেছে- এ সম্পর্কিত আলোচনা (ইংরেজীতে যাকে বলে Critical Appreciation) শুরু হওয়া দরকার। সে আলোচনার উদ্দেশ্য কোনক্রমেই শেখ মুজিবকে অনর্থক হেয় করা নয়; উদ্দেশ্য অনাবশ্যক মুগ্ধতাবোধ কিংবা অবাঞ্চিত বিদ্বেষের আবরণ থেকে প্রকৃত শেখ মুজিবকে উদ্ধার করা এবং জাতির সামনে তুলে ধরা।

পাঁচ)
এই লক্ষ সামনে রেখেই 'সমাজ বিজ্ঞান গবেষণা কেন্দ্র' - এর এই ক্ষুদ্র পয়াস। বস্তুত: 'সমাজ বিজ্ঞান গবেষণা কেন্দ্র'- এর অন্যতম লক্ষ্যই হচ্ছে, আমাদের দেশের আর্থ-সামাজিক বিষয়াদি বিশেষত রাজনীতির গিত প্র-কৃতি, ট্রেন্ড-স্টাইল, ধরন-ধারণ সম্পর্কে কিছুটা আলোকসম্পাত করা- যাতে অতি সাধারন মানুষ থেকে শরু করে অতি বড় পন্ডিত পর্যন্ত সকলেই স্মৃতিতে ঝালাই করে নিজস্ব ভংগিতে রাজনীতি ও সমাজকে মূল্যায়ন করার কিছু উপাদান নাগালের মধ্যে পেতে পারেন।


link

No comments: