Tuesday, July 3, 2007

মুক্তিযুদ্ধ নিয়ে কে কি বলেন? (২)

আসলে পাকিস্থান প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।
- তোফায়েল আহমদ

২৫ মার্চ 'ক্রাক ডাউনে'র অনেক আগে থেকেই আমরা অস্ত্র সংগ্রহ ও বোমা তৈরি শুরু করি।
- আবদুল মান্নান ভূইয়া


আওয়ামীলীগ নেতৃপৃন্দ দেশকে স্বাধীন করার কোন চিন্তা-ভাবনা করেননি- শেষ মুহূর্তে পর্যন্ত আলাপ-আলোচনার মাধ্যমে ক্ষমতা দখলের চিন্তা করেছিলেন।
- মেজর (অব:) জলিল

বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ব্যাক্তি বা দলের একক অবদান ছিল না।
- আ স ম আবদুর রব


মুক্তিযুদ্ধকে আওয়ামীলীগ দলীয়করন করে ফেলিছিল।
- সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামীলীগের পালানোর প্রস্তুতি ছিল।
- সানজিদা খাতুন


পরিস্থিতি আমাদের যুদ্ধের দিকে এগিয়ে দেয়।
- হাসান ইমাম


২৫ মার্চের আগে পর্যন্ত আওয়ামীলীগ স্বাধীনতাই চায়নি।
- নাসির উদ্দিন ইউসুফ


link

No comments: