Sunday, July 1, 2007

একাত্তরের গনহত্যা: আসল নায়ক কে? (১)

এক) 'যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে না তারা জারজ সন্তান' - এই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক ফর্মুলা। এ সূত্রমতে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বাংলাদেশের এগার কোটি মানুষই জারজ সন্তান। কেননা, আওয়াশীলীগও তাদের সাড়ে তিন বছরের শাসনামলে শেখ মুজিবকে রাষ্ট্রীয়ভাবে জাতির পিতি বলে স্বীকৃত দেয়নি। ক্ষমতায় থাকাকালে তারা জাতীয় পাখি, জাতীয পশু, জাতীয় ফুল, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত প্রভৃতি সব ব্যাপারেই রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু জাতির 'পিতৃত্ব' সম্পর্কে কোন সিদ্ধান্ত নেয়নি। সে হিসেবে আওয়ামী লীগ তাদের নিজ সূত্রমতে নিজেরাই জারজ সন্তানের পর্যায়ভূক্ত হলেও শালীনতা বোধের কারনে তা বলা যায় না। তবে প্রশ্ন থেকে যায়, ক্ষমতায় থাকাকালে যারা শেখ মুজিবকে পিতৃত্বের মর্যাদা দিতে কুণ্ঠিত ছিলেন, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় পনের বছর পর ১৯৯০ সালে এসে সেই পিতৃত্ব জাতির উপর চাপাতে গিয়ে তারা সমগ্র জাতিকে জারজ সন্তান খেতাবে ভূষিত করলেন কেন? তাছাড়া, এই 'জারজ সন্তান'দের পিতৃত্বই বা শেখ মুজিবকে এখন আর কতখানি গৌরবান্বত করবে?

No comments: