Tuesday, July 3, 2007

মুক্তিযুদ্ধ নিয়ে কে কি বলেন?

আওয়ামী লীগের সাংগঠনিক প্রস্তুতি ছিল না, তবে মানসিক প্রস্তুতি ছল।
- আবদুল মান্নান


আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী ছিলাম, তাই আলোচনা চালিয়েছি শেষ পর্যন্ত।
- আবদুর রাজ্জাক


৭১ সালে আমরা যখন স্বাধীনতার জন্য জনগনকে প্রস্তুতি গ্রহণের কথা বলি, তখন ২৩ মার্চ আওয়ামীলীগের পক্ষ থেকে পাকিস্থান দিবস পালন করা হয় এবং আমাদের তারা বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করে।
- আবুল বাশার



সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ শুরু করার পূর্ব-প্রস্তুতি মানসিকভাবে নিশ্চয় ছিল।
- মেজর জেনারেল (অব:) সি আর দত্ত


প্রত্যক্ষ যুদ্ধে আওয়ামী লীগের কোন সহকারী নেতাও অংশগ্রহন করেনি।
- হায়দার আকবর খান রনো


link

No comments: